আমিনুর রহমান।
চন্দনাইশ প্রেস ক্লাবের ইদ পুনর্মিলনী ৩ এপ্রিল প্রেস ক্লাবের আহ্বায়কের কার্যালয়ে বিকেলে অনুষ্ঠিত হয়। সাংবাদিক শহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ,প্রেস ক্লাবের প্রতিষ্টাতা ও আহবায়ক মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের। আলোচনায় অংশ নেন,সাবেক সভাপতি এডভোকেট মো: দেলোয়ার হোসেন, সাংবাদিক জাহাংগির আলম, শহীদুল ইসলাম,,সাংবাদিক আজিুমুশ-শান দস্তগীর,সাংবাদিক জাহাংগির আলম চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন, দৈনিক নীলকথা ও বি.জি.নিস আই পত্রিকার জেলা প্রতিনিধি হামিদুর রহমান সাকিল, কালের নতুন সংবাদ এর জেলা প্রতিনিধি আমিনুর রহমান সাকিব, আকতার উদ্দিন ও নেজাম উদ্দিন প্রমুখ।