অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ”যারা সেচ দিয়ে খাল-বিল শুকিয়ে হাওরে পানির সংকট সৃষ্টি করে, বিষ দিয়ে বেআইনী ভাবে মাছ ও মাছের ডিম নষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”। শনিবার (৫ এপ্রিল) কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বোরো ধানের ফলন পরিদর্শনে এসে জিরাতিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ সরকারের ভূমি উপদেষ্ঠা আলী ইমাম মজুমদার। সারা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, হাওরের জীব বৈচিত্র রক্ষা করতে এবং যারা পরিবার পরিজন ছেড়ে দেশের মানুষের খাদ্যের চাহিদা মেঠাতে জিরাতি হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে বছরের আট মাস হাওরে বসবাস করে ফসল ফলায় তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহানের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খাঁন। জিরাতি কৃষকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন- তারেক সিদ্দিকী, শাহজাহান মিয়া ও আবদুল কাইয়ুম প্রমুখ। বক্তারা হাওরে কোল্ড স্টোরেজ স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ ও টয়লেটের ব্যবস্থাসহ খাল-বিলের ইজারা বাতিল এবং বজ্রপাত প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভূমি উপদেষ্ঠা আলী ইমাম মজুমদার তাদের এসব সমস্যা সমাধানেও আশ্বাস প্রদান করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.