স্টাফ রিপোর্টার
(২৯ মার্চ) শনিবার কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি হাফেজ মারুফ বিল্লাহর সভাপতিত্ব ও শাখা সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা অলীউর রহমান ও বাংলাদেশ ইসালামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি নাজির হোসেন।
অন্যান্যের মধ্যে তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তফা, বায়তুলমাল সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী, নির্বাহী সদস্য মাওলানা ইলিয়াছ হোসাইন, মাওলানা জিয়াউল হক, ফরিদ উদ্দিন, ইসালামী যুব মজলিসের মাওলানা রিফাত আহমাদ, মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।