মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারী কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল। কমিটিতে মাফিউল ইসলাম শুভকে সভাপতি ও মনির হোসেন নয়নকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন ও সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ঘোষনা করা হয়েছে।
সোমবার ০৭ সদস্যের এ কমিটির অনুমোদন করেন জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।
কটিয়াদী সরকারী কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তরে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সভাপতি মাফিউল ইসলাম শুভ কটিয়াদী সরকারী কলেজের মানবিক বিভাগের দ্বাদশ এবং সাধারন সম্পাদক মনির হোসেন নয়ন ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।