করিমগঞ্জে ফারিয়া'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায়
করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
করিমগঞ্জ ফারিয়া'র সভাপতি আব্দুল মতিন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওয়াসিম আকরামের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.তাশফিকুর রহমান পিয়াল, জেলা আরএসএম ফোরামের সভাপতি মজিবুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু প্রমুখ।
ইফতারের পূর্বে সংগঠনের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়েছে।
ইফতার মাহফিলে সংগঠনের সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক লোকজন অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.