তাড়াইল,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবিসহ শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবে ভাংচুর করা হয়েছে।
এ ঘটনায় ২ জনকে আটক করেছে তাড়াইল থানা পুলিশ।
থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে,
গত ১৯/০৩/২০২৫ইং পূর্ব বিরোধীতার জের ধরে তাড়াইলে শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের আসবাপত্র ভাংচুর করেছে জাতীয় পার্টির দুই সমর্থক। হামলা ও ভাংচুরের ঘটনা বিএনপির কর্মীরা ৯৯৯ কল করলে তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে । গ্রেফতার কৃতরা তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পঞ্চগ্রাম গ্রামের আবুল হাসেমের ছেলে আতাবুর মিয়া ও মিজান মিয়া তাদের বিরুদ্ধে এর আগে হত্যা মামলাও ছিল বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের সভাপতি ফাইজুল ইসলাম ২০২০ সালের একটি হত্যা মামলায় সাক্ষী দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১১টায় হত্যা মামলার আসামি রহিম মিয়ার নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির লোকজন পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান ও পরিদর্শক (তদন্ত) শ্যামল দত্ত নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব ভাঙচুরের সঙ্গে জড়িত জাতীয় পার্টি সমর্থক দুইজনকে গ্রেফতার করে। পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব ভাংচুুরের দায়ে ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/ ৩৮০/ ৪২৭/১১৪/৫০৬ ধারায় একটি মামলা রুজু হয়েছে। বুধবার (১৯ মার্চ) আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.