জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ।
নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতা নির্মূল এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টিআইবি ও সনাক কিশোরগঞ্জ। এ উপলক্ষে রবিবার(১৬ মার্চ) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে( পরম চত্বর) এই কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সচেতন নাগরিক কমিটি( সনাক)।
সনাক ভারপ্রাপ্ত সভাপতি আতিয়া রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল, সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, সাইফুল ইসলাম মোল্লা, সনাক সদস্য মো. হুমায়ুন কবির, মো. ফিরোজ উদ্দিন ভুঁইয়া, নুরে আলম সিদ্দিকী সবুজ প্রমুখ। এছাড়াও ও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতার বিচার, নির্মূল কর রুখে দাঁড়াও বাংলাদেশ এ বিষয়ে ধারণাপত্র পাঠ করেন।
ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি সঞ্চালন করেন সনাক কিশোরগঞ্জ জেলা এরিয়া কো- অডিনেটর সিভিক এ্যানগেজমেন্ট মোহাম্মদ মাসুদুল আলম।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.