আতাউর রহমান বাচ্চু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষন সহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সোমবার (১০ মার্চ) দুপুরে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেইট প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা মোংলায় চার বছরের শিশুকে ধর্ষনের প্রচেষ্টার তিব্র নিন্দা ও প্রতিবাদ মিছিলে তুমি কে আমি কে, আছিয়া আছিয়া' 'ধর্ষকের ফাঁসি চাই', আমার সোনার বাংলায় ধর্ষকের স্থান নাই' বিচারহীনতার সংস্কৃতি মানি না'' ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন। এসময় বক্তারা বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমাদের দাবি, যারা এই ঘৃণ্য অপরাধে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাই সহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, এদেশের নারীরা যেন অবাদে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে হবে। নারীর নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব তাই অপরাধীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই এই স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.