ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি: কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা মিলবে হাজার টাকা হলে।দর কষাকষি ডাক্তারের।
গতকাল (৭ মার্চ) সকাল সারে সাত ঘটিকার সময় জালাল মিয়া (২৬) নামে এক রোগি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসএন মো:নূরহায়দার রোগির কাছে এক হাজার দাবি করেন। এবং বলেন, টাকা না দিলে রোগিকে রিসিড(প্রেসক্রিপশান)দেওয়া হবে না। দর কষাকষির পর ৫০০ টাকার বিনিময়ে প্রেসক্রিপশন প্রদান করেন রোগিকে।
নূরেহায়দার টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন এমন ধরনের কথা আমি বলিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা জানান, বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করেন।
উপজেলা স্বাস্থ্যও প.প কর্মকর্তা ডা:আদনান আখতার বলেন,এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসে নি। অভিযোগ আসলে অবশ্যই বিষয়টি দেখবো।