ডেস্ক রিপোর্ট
রাজশাহী মহানগরীর সাহেববাজার মোড়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ ২০২৫ তারিখ শুক্রবার বিকাল ৪:০০ টায় রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ’পলিমাটি' এর আয়োজনে
এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর সহযোগিতায় এই ক্যাম্পেইন করা হয়।
বিভিন্ন স্লোগান সংবলিত স্টিকার, লিফলেট এবং ব্যানার নিয়ে সাহেব বাজার মোড়ে দেড় ঘন্টাব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হয়। নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে হোটেল-রেস্তোরা-স্ট্রিট ফুডের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন হোটেল-রেস্তোরায় স্টিকার লাগানো হয় এবং ভোক্তা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করেন।
ক্যাম্পেইন পরিচালনার সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান, উপসহকারী প্রকৌশলী মো. আলিফ আলী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং পলিমাটি'র সভাপতি উজ্জ্বল আলী, সদস্য সাইফ, মাহিম, শ্রদ্ধা, রাফা, মৃদুলা, মাধুর্য, ছোঁয়া, ববিতা, কোহিনৃর, ফারিয়া, মিম, আসিফ৷ নাহিদ, শিমুল, তৃণা, নুসরাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.