আতাউর রহমান বাচ্চু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার বৃহস্পতিবার (৬ মার্চ) নান্দাইল চৌরাস্তা এলাকায় ঝটিকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রসের মিষ্টির দোকানে মেয়াদউত্তীর্ণ মিষ্টি, দই, শিশুদের গুড়া দুধ, বিভিন্ন কোম্পানীর সজ সহ অন্যান্য ভেজাল মালামাল পাওয়ায় দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। উল্লেখ্য, উক্ত রসের মিষ্টির দোকান মালিক দীর্ঘদিন যাবত মেয়াদউত্তীর্ণ মালামাল বিক্রি করে ক্রেতাদেরকে ঠকিয়ে যাওয়ার খবর প্রচার হওয়ায় এলাকার ক্রেতা সাধারনের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। উক্ত ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে চৌরাস্তা এলাকার অন্যান্য মিষ্টির দোকানদারগন তড়িঘড়ি করে দোকান বন্ধ করে পালিয়ে যেতে দেখাগেছে। ভ্রাম্যমান আদালত চলাকালে ইউএনওর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.