আমিনুল ইসলাম রিপন
: সিয়াম সাধনার মাস, মাহে রমজান মাস
রমজানের খাবারের বিশুদ্ধতা এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে কিশোরগঞ্জের
তাড়াইল উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণে ও তেলের বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে লক্ষ্য করা গেছে, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী ও কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
৫ মার্চ (বুধবার) বেলা ১ ঘটিকার সময় মোবাইল কোর্ট পরিচালনার সময় তাড়াইল সদর বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট, ফলের দোকান, কনফেকশনারী ও তেলের দোকানে ৮ ব্যবাসীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করণ ও বাজার সাভাবিক রাখার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় অনেক দোকানে বাজার মূল্য তালিকা পাওয়া যায়নি, কয়েকটি রেস্টুরেন্টে ময়লা আবর্জনা পাওয়া যায়, কনফেকশনারী দোকানে মেয়াদ উত্তীর্ণ কেক পাওয়া যায় ও কয়েকটি ফলের দোকানে নষ্ট ফল বিক্রি ও মূল্য তালিকা পাওয়া যায়নি। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৩ ধারা লঙ্ঘনে প্রাথমিক ভাবে ৮ জন ব্যবসায়ীকে ১৬ টাকা জরিমানা করি। সাথে সকল ব্যবসায়ীকে ভেজাল মুক্ত খাবার বিক্রি ও সিন্ডিকেট মুক্ত তেল বিক্রি করার নির্দেশ প্রদান করি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭,৩৮, , ও ৪৩ ধারা লংঘন করায়, যে ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয় তাদের মধ্যে ইয়াসিন আরাফাত ২০০০ টাকা, মো:শাহানুর মিয়া ১০০০ টাকা, ঝিনুক মিয়া ২০০০ টাকা, মাহিজুল ইসলাম ২০০০ টাকা, সাব্বির ১০০০ টাকা, ওমর ফারুক ২০০০ টাকা, আব্দুল্লাহ ৩০০০ টাকা, ও মায়ের দোয়া ফল ভান্ডার ৩০০০ টাকা। আট ব্যবসায়িক থেকে ১৬০০০ হাজার টাকা জরিপানা আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.