বিশেষ প্রতিনিধি :
কিশোরগঞ্জ করিমগঞ্জের আশুতিয়াপাড়া (টেকের বাড়ি) গ্রামের ছেলে জাতীয় নাগরিক পার্টি (NCP) এর কেন্দ্রীয় সংগঠক মনোনিত হয়েছেন। উদীয়মান তরুণ রাজনীতিক খায়রুল কবির।
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারন করে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি: National Citizen Party (NCP) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ শুক্রবার। রাজনীতি সচেতন পরিবারের সন্তান খায়রুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট থেকে শিক্ষা বিষয়ে স্নাতক (সম্মান) এবং একই প্রতিষ্ঠান থেকে শিক্ষা ও প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষা বিষয়ে সর্বোচ্চ ডি ফিল ডিগ্রি অর্জনের চেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি এসএসসি ও এইচএসসি পাশ করেন যথাক্রমে করিমগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল ও করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয় থেকে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ২০০৩/০৪ সেশনে ভর্তি হন। শিক্ষাজীবনের সকল স্তরে প্রথম বিভাগ পাওয়া এই তরুণ রাজনীতিবিদ মনে করেন দেশের সর্বত্র যে অব্যবস্থাপনা চলছে তার আশু সমাধান একমাত্র তরুণদের দ্বারাই সম্ভব।
খায়রুল কবির এর বাবা মরহুম মোমতাজ উদ্দিন ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)'র একজন সরকারি কর্মকর্তা। মা লুৎফুন্নেছা বেগম গৃহিনী। সাত ভাই-বোনের ভাইবোনদের মধ্যে তার অবস্থান ষষ্ঠ। ভাই-বোনেরা সবাই স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠা লাভ করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ এর প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি। ২০২১ সালে ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত�
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.