নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত দারুল কুরআন মাদরাসার উদ্যোগে (১ মার্চ) শনিবার সকাল সাড়ে ১০টায় মাহে রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর নেতৃত্বে মিছিলটি তাড়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মাহে রমজানের পবিত্রত রক্ষা, দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি রোধ, সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ ও দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন মিছিলকারীরা। এতে দারুল কুরআনের শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা রিফাত আহমাদ, মাওলানা শরীফুল ইসলামসহ মাদরাসার শিক্ষার্থীরা অংশনেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.