গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহের কার্যক্রম দ্রুততম শেষ করতে নিয়মিত অভিযান চলছে।
এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ স্বপনকে গ্রেফতার করে। এসআই মাকসুমুল হাসান খালিদ, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অপরহন মামলার আসামী মোঃ আল রিয়াদ, এসআই মোঃ সোহেল রানা, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ পারভেজে মোশাররফ ওরফে পিয়াল, দেওয়ান নাহিয়ান বিদেশি মদসহ গ্রেফতার করে।
এসআই মোঃ মোজাম্মেল হোসেন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আনায়ারুল কাদির, মোঃ শামীম রাজ্জাককে (হিমেল) গ্রেফতার করে। এছাড়া এসআই সজীব কোচ, এসআই গোলাম রব্বানী, এএসআই মাহমুদুল হাসান জামান, এএসআই আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সাদ্দাম হোসেন, মাহমুদ হাফেজ, মাহামুদুল হক ওরফে মাহামুদুল হাসান ও তুষার। তাদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক এস এম নুর মোহাম্মদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.