মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব
র্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, দস্যুতা, ডাকাতি, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ রাত আনুমানিক ২০:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ জোসেল (২৬), পিতা-মোঃ জাকির হোসেন, সাং-ভৈরবপুর উত্তরপাড়, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ এবং অপর একটি অভিযানে একই তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় উপজেলার নাটালের মোড় এলাকা হতে ছিনতাইকারী মোঃ রাব্বী (২৩), পিতা-মোঃ সালাম মিয়া, সাং-নিউটাউন, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জদ্বয়কে আটক করতে সক্ষম হয়।
অপর আরেক অভিযানে একই তারিখ রাত অনুমান ২১:৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর দক্ষিণপাড়া সাকিনস্থ মনামরা ব্রীজের নিচে বিশেষ অভিযান পরিচালনা করে নয়ন রবি দাস (২০), পিতা- লক্ষণ রবি দাস, ঝন্টু রবি দাস (২৬), পিতা-দুলাল রবি দাস, উভয় সাং- ভৈরবপুর দক্ষিণপাড়া, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জদ্বয়কে ৪০ লিটার দেশীয় মদ সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮,০০০/-টাকা। এছাড়াও ধৃত আসামীদের হেফাজত হতে মদ বিক্রয়ের নগদ ২,৩০০/- টাকা এবং মাদক বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
এই ঘটনায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় পৃথক মামলা দায়ের পূর্বক আসামীদেরকে আলামত সহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.