হাবিবুর রহমান বিপ্লব
কিশোরগঞ্জের করিমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের বর্ণাঢ্য র্যালি কলেজ মোড় থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে করিমগঞ্জ প্রেসক্লাবে এসে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম (ভিপি সুমন)।
জেলা মৎস্যজীবীদলের সাংগঠনিক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেকান্দর আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম দিনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব আখুঞ্জি।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা।
উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের মধ্যে আবু বাক্কার সিদ্দিক, সৈয়দ আব্দুস সবুর, কামাল আহমেদ, উমর ফারুক হারুন, এখলাস মিয়া, মেনু খন্দকার, ফেরদৌস মিয়া, আজিজুল ইসলাম, জাকির হোসেন সাদ্দামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম সুমন সকল নেতা কর্মীদের দেশি-বিদেশি সকল ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।