নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের শিমুলতলা বেসরকারি প্রাথমিক &উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। “শিক্ষা, সাংস্কৃতি, খেলা, এই তিন মিলে পাঠশালা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ২৬ ফেব্রুয়ারি বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘণ পরিবেশে বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের পরিচালক মোঃ সাইফুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও পরিচালক মোঃ আজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নান্দাইল উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ এনামুল কাদির অতিথিবৃন্দের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।। পরে বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক শফিকুল ইসলাম স্বাগতিক বক্তব্য প্রদান করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজগাতী ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ রোকন উদ্দিন,কাশিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল,নান্দাইল বেসরকারি ঐক্য পরিষদের সভাপতি নূরে আলম সিদ্দিকী মিলটন সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান বাবুল পুরুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি একেএম হারুন অর রশিদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ মস্তুফা মন্ডল,বিএনপি নেতা মোঃ ফুল মিয়া,সাবেক ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন,সমাজ সেবক মোঃ আলা উদ্দিন,সমাজসেবক মোঃ রোকন উদ্দিন, ব্যবসায়ি মোঃ নাজমুল হাসান সহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ছাত্র/ছাত্রী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.