নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে দৈনিক সকালের সময়'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা, আলোচনা সভা ও মিষ্টি আপ্যয়নের মধ্য দিয়ে পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৭ ঘটিকায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের ২য় তলার মিলনায়তনে "দৈনিক সকালের সময়" ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি আপ্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিক আতাউর রহমান দিনারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়।
দৈনিক সকালের সময় এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃখায়রুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও দৈনিক আজকের দর্পন এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন এর সঞ্চালনায় ৯ম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
আমন্ত্রিত সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এ,কে নাছিম খান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এড, শেখ মাসুদ ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক সামছুল আলম সেলিম প্রমূখ।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কণ্ঠ'র জেলা প্রতিনিধি সফিক কবির, দৈনিক জবাবদিহি'র জেলা প্রতিনিধি ফারুকুজ্জামান, দৈনিক বাংলাদেশের খবর'র জেলা প্রতিনিধি আব্দুর রউফ ভূইয়া, দৈনিক কিশোরগঞ্জ'র বার্তা সম্পাদক খায়রুল ইসলাম, দৈনিক ঢাকার ডাক'র জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, ৭১ টিভির জেলা প্রতিনিধি সালেক হোসাইন রনি, চ্যানেল এস প্রতিনিধি মিজানুল ইসলাম বকুল, দৈনিক সংবাদ সারাবেলা'র জেলা প্রতিনিধি ইমরান আহমেদ, দৈনিক ভোরের কাগজ'র জেলা প্রতিনিধি হারিছ মিয়া, দৈনিক রুপালীদেশ'র জেলা প্রতিনিধি রায়হান আহমেদ, দৈনিক আমার বাংলাদেশ'র বার্তা সম্পাদক মনির আহমেদ, দৈনিক সময়ের কন্ঠ'র জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ, দৈনিক ডেলটা টাইমসের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের কথা'র জেলা প্রতিনিধি এফ এম আব্বাস উদ্দীনসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিগত সময়ে দৈনিক সকালের সময় ও প্রতিবেদকের প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রশংসা করেন। সেই সাথে "দৈনিক সকালের সময়"র সুন্দর আগামীর পথচলা যেন দেশ-জাতির কল্যাণে হয় সে আশাবাদ ব্যক্তসহ প্রত্রিকাটির অব্যাহত প্রকাশনার জন্য শুভকামনা জানান তারা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.