স্টাফ রিপোর্টার:
চ্যানেল 24 এর সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) |
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষে বিএমইউজের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হুমকিদাতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় তীব্র আন্দোলনের ঘোষণা দেন বিএমইউজে’র নেতৃবৃন্দ।
মুঠোফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ইতোমধ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক শাহরিয়ার আরিফ। জিডিতে তিনি উল্লেখ করেন, বিমানবন্দর থানা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ল্যাংড়া দেলোয়ার ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করে আসছিলেন।
এ বিষয়ে চ্যানেল 24 বিস্তারিত তথ্য-প্রমাণসহ সংবাদ প্রচারিত হয়। প্রচারিত ওই সংবাদে তথ্য-প্রমাণসহ আরও উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনায় আহত দেলোয়ার পরিবর্তিত পরিস্থিতিতে ভোল পাল্টে প্রচার করছেন, তিনি আওয়ামী লীগের হামলার শিকার হয়ে আহত হয়েছেন। চ্যানেল 24 এ সংবাদ প্রচার হলে ক্ষেপে যান ল্যাংড়া দেলোয়ার। এ ঘটনার জের ধরে সাংবাদিক শাহরিয়ার আরিফকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
এদিকে দেলোয়ারের মামলা বাণিজ্য ও চাঁদাবাজির ব্যাপারে অবগত হলে গত ২০ ফেব্রুয়ারি বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের প্যাডে সংগঠনের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে ল্যাংড়া দেলোয়ার ওরফে দেলু দলের কেউ নয় বলে জানানো হয়।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই হত্যাকান্ডের ঘটনায় হওয়া মামলায় আসামি হিসেবে নাম রয়েছে বিমানবন্দর থানা শ্রমিক লীগের সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ারের।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.