স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম চলছে | এ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলায় ও মাসব্যাপী পরিদর্শন কার্যক্রম চলমান | আসন্ন পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকায় ফের ছুটির পর এ পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে বলে জানায় কর্তৃপক্ষ | কিশোরগঞ্জ সদর উপজেলায় পাঁচটি ক্লাস্টারের মধ্যে একটি ক্লাসটার পরিদর্শন কার্যক্রম প্রায় সমাপ্তির পথে | পরিদর্শনকৃত বিদ্যালয়গুলির মধ্যে বেশিরভাগ বিদ্যালয়ের সার্বিক অবস্থা বেশ ভালো তবে কিছু সংখ্যক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সন্তোষজনক নয় বলে পরিদর্শন কর্মকর্তা জানান | তবে শিক্ষকরা একটু আন্তরিক হলে এর উত্তরণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন | পরিদর্শনকারী কর্মকর্তা জানান , প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীরা বর্ণমালা চিনবে ও লিখতে পারবে এবং তৃতীয় , চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি রিডিং পড়তে পারবে এবং লিখতে পারবে এটাই প্রত্যাশা শিক্ষকদের কাছে | তাছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট তাহলে কেন প্রাইমারি স্কুল থেকে তারা শিশুরা অন্য প্রতিষ্ঠানে যাবে ? শিক্ষকবৃন্দ একটু আন্তরিক হলেই অন্যান্য প্রতিষ্ঠানে যাওয়া শিশুরা আবার প্রাইমারি স্কুল মুখী হবে | কারণ সরকার প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের সব রকমের সহযোগিতা প্রদান করছে যেমন , বিনামূল্যে বই এবং শতভাগ উপবৃত্তি প্রদান |
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.