মাইনুল হক মেনু :
কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী নারী শিক্ষার বিদ্যাপীঠ কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের কুমলমতি শিক্ষর্থীরা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সভাপতিতে এবং মোঃ সাজেদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, কটিয়াদী উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ মুহাইমিনুল ইসলাম আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগতিক বক্তব্য রাখেন কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়াদার আলমগীর, কটিয়াদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সম্পাদক শামসুল হক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, কটিয়্দাী পৌর যুবদলের আহবায়ক আঃ আজিজ প্রিন্স, সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু নায়েম বাবুলসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্টানে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অত্র বিদ্যালয়ের সভাপতি আরিফুর রহমান কাঞ্চন ও প্রধান শিক্ষক ছালাহ্ উদ্দিন ভূঞা সবুজেসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ছাত্র/ছাত্রীরা তোমাদের পড়াশুনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য, সাংস্কৃতিক চর্চা করে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। মা-বাবা ও শিক্ষকদের কথা শুনতে হবে। তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে শিক্ষার মান বৃদ্ধিও জন্য তোমাদের ভারোভাবে লেখাপড়া করতে হবে। এখনই তোমাদের প্রস্তুতি নিতে হবে, যাতে দেশের ভালো ভালো মেডিকেল কলেজসহ দেশের বড় বড় বিশ^বিদ্যালয়ে ভর্তি হতে পারো।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.