1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

এ এন এম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার পড়েছে

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আমলাব নারায়ণপুর মরজাল (এ এন এম) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল করিম।

এই সময় উপস্থিত ছিলেন বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবুর রহমান,বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার),সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাহালম মিয়া’সহ প্রমুখ।

বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধ, পল্লীগীতি, রবিন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গাণ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ যে, ২০২৪ইং সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৪ জন এবং ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত মেধা ক্রম অনুযায়ী প্রতি শ্রেণী থেকে ৩জন করে সম্মাননা স্মারক প্রদান করেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মাহালম মিয়া।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST