মাইনুল হক মেনু :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিখালী বাজারে আনাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামে একটি কারিগরি প্রতিষ্ঠানের কাউন্সিলিং ও শুভ উদ্বোধন করা হয়েছে। ট্রেনিং সেন্টারটি উদ্বোধন উপলক্ষে সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধন করেন মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ও কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর। এসময় উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ভূইয়া গঙ্গা, লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আনোয়ার হোসেন, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব ও কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, সাংবাদিক মাসুম পাঠান, গ্রীন টেক পাইরোলাইসিস কোং এর ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ উদ্দিন, সার্জেন্ট অব. কামরান হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. মহসিন মিয়া, মনির হোসেন, আনোয়ার হোসেন, মো. ইমরান হোসেন, মো. রাজু মিয়া ,বাকী বিল্লাহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.