আতাউর রহমান বাচ্চু -
নান্দাইল প্রতিনিধি, ময়মনসিংহ।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল একুশে পদক পেয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মিলির হাতে একুশে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মিলির বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রামে। মিলির বাবা সামছুল হক একজন কলা বিক্রেতা। পদক পাওয়ার খবরে গ্রামের বাড়িতে মিলির পরিবার খুশি এবং একুশে পদক পাওয়ার খবরে এলাকায় সচেতন সমাজে ব্যাপক আনন্দের ঝড় উঠেছে ।
মিলির বাবার সাথে কথা বলার পর, তিনি বলেন, ‘একুশে পদক কি জিনিস তা না বুঝলেও এইটা বুঝতে পারছি আমার মেয়ে বড় পুরুষ্কার পেয়েছে।’
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুল বলেন, অসম্ভবকে সম্ভব করেছেন আমাদের মিলি। মিলি আমাদের গর্ব , মিলি নান্দাইলের উজ্জ্বল নক্ষত্র। গত কয়েক দিন আগে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য বয়ে আনছেন সম্মান। এখন আরেক পদক, যা দেশের বড় পদক একুশে পদক। এটা এলাকার ও নান্দাইলের জন্য বড় পাওনা। একটা ইতিহাস হয়ে থাকবে।’
মিলির পদক পাওয়ার খবরে খুশি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। তিনি এই খবরে অনেক খুশি। মিলা নান্দাইলের জন্য গর্বের। মিলি এলাকায় আসলে তাকে সংবর্ধিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.