সাইফুল্লাহ সাইফ :
কিশোরগঞ্জে জমজমাট আয়োজনে প্রাইম প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উবাই পার্কে সকাল সাড়ে ৯টা থেকে দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাবা-মা, শিক্ষকদের সন্মান করলে ভালো ও উন্নত মানুষ হিসাবে নিজেকে গড়া যায়।
এছাড়াও, মোবাইলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
প্রাইম প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন ২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মমতাজ উদ্দিন।
স্কুলের প্রধান শিক্ষক এ. জে. এম. মাসুম বিল্লাহ এঁর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মুজাহিদুল ইসলাম, আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা অঞ্জলী, কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব মোঃ আনোয়ার হোসেন মেমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম, রিয়ালেন্স মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত কিশোরগঞ্জ মেরিট স্কলারশিপ ২০২৪ এ প্রাইম প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩১ জন বৃত্তি পেয়ে স্কুলের সুনাম অর্জন করেছে। আরো ৩১ জনের মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে প্রাইম প্রি-ক্যাডেট স্কুল। স্কুলের প্রধান শিক্ষক এ.জে.এম. মাসুম বিল্লাহ তিনি অনুষ্ঠানের পরিশেষে সকলের দোয়া কামনা করেন।
এর আগে পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে অতিথি বৃন্দদরা জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে একে একে বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতা শুরু হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন প্রাইম প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দরা। এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শত শত শিক্ষার্থী- অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।