মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে আলম ভূইয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৌরসভা কামারকোনা মহল্লায় ভূইয়া বাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ৩৫০তম ফ্রী মেডিকেল ক্যাম্পে ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় আলম ভূইয়া ফাউন্ডেশন ও শারমিন ডায়গনষ্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় এবং সবার সাথী যুব ও ব্লাড ডোনার ক্লাবের সার্বিক তত্বাবধানে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ভূইয়া বাড়ি স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং শারমিন ডায়গনষ্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শামীম ভূইয়াসহ ডা: মেহরাব হোসেন, ডা: মোস্তফা সারোয়ার ও ডা: মৌটুসী রায়। চিকিৎসা সেবা সকাল ৮টা থেকে শুরু করে চলে দুপুর ১টা পর্যন্ত। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদেরকে মেডিসিন, ডায়াবেটিস, বাত-ব্যথা, চর্ম ও যৌন, শ^াসকষ্ট, নাক,কান গলা, গাইনী ও প্রসূতী এবং মা ও শিশু রোগীদের চিকিৎসা শেষে বিনা মূল্যে ঔষধ বিতন করা হয়। এসময় বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় কয়েকশত রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। তাছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসসেবার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়, আগত রোগীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয় ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে রক্তদান কর্মসূচী গ্রহণ করা হয়।
ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী, কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক ও মুন্সী আঃ হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, কটিয়াদী উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী, সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক প্রমূখ।
ভূইয়া বাড়ি স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাঃ মোঃ শামীম ভূইয়া বলেন, গবীর ও অসহায় মানুষের কল্যাণে ভূইয়া বাড়ি স্বাস্থ্য কেন্দ্র এবং সবার সাথী যুব ও ব্লাড ডোনার ক্লাব কিনামূল্যে চিকিৎসা ও ফ্রি ব্লাড গ্রুপিং সেবা প্রদান করে যাচ্ছিা। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমি এলাকার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.