মিজানুর রহমান:
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য পুলেরঘাট নতুন দিগন্ত সামাজিক সংগঠন আন্তঃজলার ৩০ টি রক্তদান সংগঠনের প্রতিনিধিকে সম্মাননা স্মারক প্রদান করেছে। ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী নানান বর্ণাঢ্য আয়োজনে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটীতে অবস্থিত পাকুন্দিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত পুলেরঘাট নতুন দিগন্ত সামাজিক সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট (N.D S.S.P) পাকুন্দিয়া উপজেলার অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর পর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম।স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী। এসব নিয়ে কাজ করে যাচ্ছে নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট (N.D.S.S.P) নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট (N.D.S.SP) সভাপতি সৈয়দ জাকির হোসাইন মাহফুজ জানান "নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট । এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণ তরুণী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ২০২২সালের ফেব্রুয়ারি মাসে সচেতন তরুণ তরুণীদের সক্রিয় উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন " নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট "জয় হোক রক্ত দাতা" এই স্লোগানকে বুকে ধারণ করে নতুন দিগন্ত সামাজিক সংগঠন -পুলেরঘাট পদযাত্রা। পুলেরঘাট পিজি মেডিক্যাল সেন্টারের স্বত্বাধিকারী ডেন্টাল সার্জন ডাঃ মোঃ জিয়া উদ্দিন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরে -এ আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআমজাদ হোসেন, তাসলিমা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মুনাইমুল হক,হোসেন ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের (কিশোরগঞ্জ) ব্যবস্থাপনা পরিচালক সাদেক মোঃ আরাফাত খাঁন, মোঃ ফারুক আহমেদ, পরিচালক আহমেদ বিদ্যানিকেতন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা শরীরচর্চা শিক্ষক কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়,সাংবাদিক মোঃ মিজানুর রহমান(সহসভাপতি পাকুন্দিয়া প্রেসক্লাব) ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সামজিক সংগঠনের টিম লিডাররা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে আন্তঃজেলার ৩০টি রক্তদান সংগঠনের প্রতিনিধিগণকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করে পুলেরঘাট নতুন দিগন্ত সামাজিক সংগঠনটি।এছাড়াও পুলেরঘাট নতুন দিগন্ত সামাজিক সংগঠনের উপদেষ্টামন্ডলীগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.