আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম :
জামালপুরে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ( একদিনে) আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে ।
জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন, জামালপুর সদর উপজেলার গজারিয়া এলাকার মো. শহিদুল্লাহের ছেলে ও রশিপুর ইউনিয়ন এর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. শরিফ উদ্দিন (২৪), পশ্চিম আরংহাটি এলাকার খরানু মণ্ডলের ছেলে ও মেষ্টা ইউনিয়ন এর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মো. আক্তারুজ্জামান (৬০), জামালপুর শহরের পাথালিয়া (বড়বাড়ী) এলাকার আব্দুল গণির ছেলে ও জামালপুর শহর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাকিবুল হাসান (২৪), সরিষাবাড়ী উপজেলার জয়নগর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয়কর্মী মো. মকবুল (৫৮), মাদারগঞ্জের মির্জাপুর (মধ্যপাড়া) এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে ও বালীজুড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক আমিনুল মোল্লা (৪০), কামারপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও জোড়খালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. রমিজল ইসলাম ওরুফে রমিজ মাস্টার। ও দেওয়ানগঞ্জের পাথরের চর চেংটিমারী এলাকার মৃত আজিজুল হক ওরফে আইজলের ছেলে ও ডাংধরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কেরামত আলী ওরফে কেরু (৫৫)।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.