মোঃ সুলতান মাহমুদ
গাজীপুরের অন্যতম বিদ্যাপীঠ আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল আউয়াল সরকার ও তাঁর সহধর্মিণী জোবেদা আউয়ালের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুরের দিকে কলেজ অডিটোরিয়াম এ ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান হুমায়ুন কবির।
আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের রাস্ট্র বিজ্ঞান বিষয়ের প্রভাষক ফারুক মিয়ার সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাড. আবু জাফর সরকার,কলেজের প্রতিষ্ঠাতার বড় ছেলে ও কলেজের দাতা সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মুকুল সরকার,আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শামীম আরা বেগম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অরুণ চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোতাহার হোসেন,শরীরচর্চা বিষয়ের শিক্ষক সাইদুর রহমান হাওলাদার, কলেজের পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি ও সমাজকর্ম বিষয়ের প্রভাষক আলফাজ সরকারসহ সকল শিক্ষকগণ।
অনুষ্ঠান শেষে মরহুম আব্দুল আউয়াল সরকার ও তাঁর সহধর্মিণীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আল আমীন মোস্তাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.