গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দিনভর অভিযান চালিয়েছে দুদক। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞাঁর রুমে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনেজ নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় তদন্ত শুরু করে। এসময় দুদকের কর্মকর্তারা প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন। এরপর প্রকল্পের সড়ক ও ড্রেন নির্মাণে অনিয়ম পরিদর্শনে মাপঝোঁক শুরু করেন।
দুদক সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় নগরীর আমলাপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় সড়ক ও ড্রেনেজ নির্মাণ প্রকল্পের ২ কোটি ৭৮ লাখ টাকার কাজে বিস্তর অনিয়ম-দুর্নীতির অভিযোগ পড়ে দুদকের প্রধান কার্যালয়ে। সেই অভিযোগের তদন্তে দুদকের ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের কর্মকর্তা অভিযানে নামেন।
অভিযানের বিষয়ে দুদকের সহকারী পরিচালক রাজু মোঃ সারোয়ার হোসাইন বলেন, আমরা সরেজমিনে পরিদর্শন করে অনিয়মের তথ্য খোঁজে পেয়েছি, তবে কত টাকার অনিয়ম হয়েছে তা এখনই বলা যাচ্ছে না, আমরা তদন্ত কাজ শেষ করে বিস্তারিত পরবর্তীতে জানাতে পারবো।
তবে দুদকের অনিয়ম খোঁজে পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক। তিনি বলেন, দুদকের কর্মকর্তারা পরিদর্শনে প্রকল্পে কোন অনিয়ম খোঁজে পায়নি, আমরা নিয়ম মেনেই সড়ক ও ড্রেনেজ নির্মাণ কাজ সম্পন্ন করেছি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.