তাড়াইল প্রতিনিধি :: কিশোরগঞ্জ জেলার ১৩ থানার মধ্যে তাড়াইল থানা কে জানুয়ারী মাসে শ্রেষ্ট থানা হিসাবে নির্বাচিত করা হয়েছে।
রবিবার ১৬ ফেব্রুয়ারী সকাল ১০.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ পুলিশ লাইনে এক আড়ম্বপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিবিএম-সেবা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে তাড়াইল থানার ওসি মোঃ সাব্বির রহমান কে শ্রভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন। এছাড়াও তাড়াইল থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করার জন্য ওসি(তদন্ত) শ্যামল মিয়া ও এসআই আসিবুল হক ভূঞা কে এবং ভাল কাজের জন্য ধলা ইউনিয়নের মহল্লাদার মোঃ মনসুর মিয়াকে পুরুস্কৃত করা হয়।
যোগদানের দুই মাসেই কিশোরগঞ্জ জেলার তাড়াইলবাসীর আস্থা অর্জন করতে নবাগত ওসি মোঃ সাব্বির রহমান দেশের এই ক্রান্তিলগ্নে অপরাধ দমনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কর্মকান্ডের পরিবর্তন এনেছেন। যোগদানের এক মাসের মাথায় আন্তঃজেলা অট্রো ছিনতাই চক্রের ০৩ সদস্যকে আটক করেন। পুলিশ তাড়াইলে ওয়ারেন্ট তামিল, মাদক নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালাচ্ছেন। উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ মাদক উদ্ধার করে থানা পুলিশ। গত মাসে রাউতি ইউনিয়নের বানাইল গ্রামের বিএনপি নেতা রতন মিয়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অতিদ্রুত সময়ের মধ্যে ঐ হত্যা মামলার এজাহারভুক্ত ০৬ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তার তদারকিতে দীর্ঘ দিনের পড়ে থাকা ক্লুলেস মামলা রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত আসামীকে হবিগঞ্জ জেলা হতে গ্রেফতার করে। আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি মানুষের দ্বারপ্রান্তে পুলিশের সেবা পৌঁছে দিতে ভিন্নধর্মী সেবামূলক উদ্যোগ নেন। ফলে কমে গেছে মিথ্যা মামলা দায়েরের প্রবনতাও। শোষিত, নির্যাতিত, সম্পদের ভাগ-বণ্টন, পারিবারিক ছোট-বড় যে কোনো সমস্যায় সাহায্য নিতে থানায় আসা ব্যক্তিদের সততা-নিষ্ঠা ও ধৈর্যের সহিত হাসিমুখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন তিনি।
তাড়াইল বাজারের কয়েকজন দোকানদার বলেন, এইবার একজন ভাল ওসি আইছে। তার একান্ত প্রচেষ্টা ও ভিন্নধর্মী সেবামূলক উদ্যোগে তাড়াইল থানা এলাকায় পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমে এসেছে। ওসি কে প্রায় রাতেই উপজেলার বিভিন্ন স্থানে ডিউটিরত অবস্থায় দেখতে পাওয়া যায়। পুলিশ রাইত বিরাইতে গ্রামে টহল দেয়। আমরা শীতের রাইতে একটু শান্তিতে ঘুমাতে পারি। বাংলাদেশের প্রতিটি থানায় একজন করে মোঃ সাব্বির রহমানের মতো পুলিশ অফিসার থাকলে বাংলাদেশ হয়ে উঠবে নিরাপদ ও শান্তিময় দেশ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.