মোঃ সুলতান মাহমুদ
বৃহস্পতিবার ভোর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল। এসময় তাঁকে সহায়তা করেন শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুখলেছুর রহমান, অফিসের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা।
সাজা দেওয়া ব্যক্তিরা হলেন, গাজীপুর জেলার সদর থানার পিরুজালি গ্রামের আব্দুল খালেক বেপারির ছেলে আরিফ হোসেন বেপারি (৪০) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মনজুরুল ইসলাম(২৮)।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, ‘কয়েক ব্যক্তি বেশ কিছুদিন ধরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন। তাতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। গভীর রাতে মাটি কাটা হচ্ছে এমন সংবাদে বৃহস্পতিবার রাতেই শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলি এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মাটি উত্তোলন,পরিবহনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সেখান থেকে আরিফ হোসেন বেপারি ও মনজুরুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়। পরে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) এর (খ)/১৫ (১) ধারায় তাদেরকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও মাটি বহনকারী একটি ড্রামট্রাক জব্দ করা হয়।’
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুখলেছুর রহমান বলেন,’ সংরক্ষিত বনের ভেতর দিয়ে তারা মাটি বহন করছিল। যে জায়গা থেকে মাটি কাটছিল তার অদূরে বনের জমি আছে। তবে,সেসময় তারা মালিকানা জমি থেকে মাটি কেটেছে। কৃষিজমির শ্রেণী পরিবর্তনের অনুমতি ছিলনা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ কে বলেন,’ গত সপ্তাহে তাদের ড্রামট্রাক আটকের পর মুচলেকা ও শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরও তাঁরা অবৈধ উপায়ে মাটি কাটার অপরাধে জড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া হয়। জনস্বার্থে কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।’