হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে বসতঘরের তালা কেটে জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার নিরাহারগাতী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ মোবারক হোসেন চাকরির সুবাদে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ সদরে বসবাস করেন। কিশোরগঞ্জ বসবাস করা এবং বাড়িতে তেমন লোকজন না থাকায় গত ১২ ফেব্রুয়ারি দশটার সময় তার পিতা বাড়িতে যাইয়া দেখে গেট ও তালা লাগানো লোহার কয়রা ভাঙ্গা ও কাটা অবস্থায় রয়েছে। পরে বসত করে গিয়ে দেখা যায় আলমারি টেবিল ফ্যান ক্ষয়ক্ষতি করে আছে এবং বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.