1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
জামাত নেতা এ টি এম আজহারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তরের সচেতনতামূলক অনুষ্ঠান হোসেনপুরে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুর জেলাতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল  ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের কমিটি গঠন কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় ৮ম শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হারিয়েছে কটিয়াদীতে ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সেতুকে সংবর্ধনা পাকুন্দিয়া পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর আব্দুল হালীম হুসাইনী (রহঃ) হুজুরের তালিমী জলসার সমাপ্তি লক্ষ্মীপুর জেলাতে ডেভিল হান্টে স্বাচিপ নেতাসহ আটক ১৩ জন

হোসেনপুরে জমিদার বাড়িতে ডাকাত আতঙ্ক

  • প্রকাশ কাল রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। অজ্ঞাত মুখোশধারীরা রবিবার রাতের বেলায় জমিদার বাড়ির পুরোহিতকে ধরে নিয়ে জঙ্গলে বেঁধে রাখে। টাকা-পয়সা এবং জমিদারেরও খোঁজ করে তারা। এমন পরিস্থিতিতে ডাকাত আতঙ্কে রয়েছেন বাড়ির লোকজন।

মুখোশধারীরা ঘণ্টা তিনেক ধরে বাড়িটির বিভিন্ন কক্ষ ও আশপাশে তল্লাশি চালানোর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রবিবার রাত ১০টা ৩৮ মিনিটে জমিদার বাড়ির পুরোহিত বাদল ভট্টাচার্য ও তার স্ত্রী নেলী চক্রবর্তী ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে দুজন মুখোশধারী ধরে জঙ্গলে নিয়ে যায়। সেখানে গাছের সঙ্গে পুরোহিতকে বেঁধে ফেলে। জমিদার বাড়ির পুরোহিত বাদল ভট্টাচার্য বলেন, রাতে ঘুমানোর আগে স্ত্রীকে নিয়ে বের হয়েছিলাম। এর মধ্যেই দুজন মুখোশধারী আমাদেরকে ধরে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে। এ সময় মুখোশধারীরা জমিদার কোন ঘরে জানতে চায়। সিন্দুকের খোঁজও চায় তারা। বাড়ির তিন তলায় ওঠার চেষ্টাও করে। ঘণ্টা তিনেক ধরে বাড়িটির বিভিন্ন কক্ষ ও আশেপাশে তল্লাশি চালায়। বাড়ির কেয়ারটেকার স্বপন সাহা বলেন, দীর্ঘদিন যাবত জমিদার বাড়িতে চাকরি করছি। দেশের বিভিন্ন জায়গার লোকজন এখানে ঘুরতে আসেন। পুরো বাড়ি তাদের ঘুরে দেখানোর পাশাপাশি বিভিন্নভাবে তাদের সহযোগিতা করি। কিন্তু অতীতে এমন ঘটনা কখনও ঘটেনি। এই ঘটনার পর থেকে বাড়ির লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।

জমিদার বাড়িটিতে জমিদারের একমাত্র শেষ বংশধর মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী (মানব বাবু) বসবাস করছেন। নিঃসন্তান ব্যক্তিটির স্ত্রী মৃত্যুবরণ করেন। বাড়িটিতে বর্তমানে তিনি ছাড়া কয়েকজন কর্মচারী ও পুরোহিত অবস্থান করছেন। গত রবিবার রাতে বাড়িটিতে অজ্ঞাত কয়েকজন মুখোশধারী হানা দেয়। বাড়ির সিসিটিভি ফুটেজে চারজনকে দেখা যায়। বাড়ির মালিক মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী (মানব বাবু) বলেন, মুখোশধারীরা হয়তো ধনদৌলত নিতে কিংবা আটকে রেখে টাকা-পয়সা দাবি করতে চেয়েছিল। তবে বাড়ির লোকজন সজাগ হয়ে যাওয়ার মুখোশধারীরা সেটা করতে পারেনি। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST