প্রেস রিলিজ
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে ২০ (বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০২ জন মহিলা মাদক ব্যবসায়ী আটক।
অদ্য ০৭/০২/২০২৫খ্রি. ১৩:১৫ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন বালিখোলা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী । নাজমা বেগম(৪০), স্বামী:- দেলোয়ার হোসেন ফজল, সাং- পাল্লা ফুলবাড়ী, থানা- কোট চাঁদপুর, জেলা- ঝিনাইদহ, খাদিজা আক্তার(২৬), পিতা-আলতাফ দেওয়ান, সাং-কাজলাকাঠি, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশালকে গ্রেফতার করা হয়। তাদের নিজ নিজ হেফাজত হইতে চারটি ব্যাগে মোট ২০(বিশ) কেজি ১৪০ গ্রাম গাঁজা, ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল উদ্ধার করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।