স্টাফ রিপোর্টার : তারুণ্যের উৎসব ২৫ কিশোরগঞ্জে জেলা পর্যায়ে গতকাল বুধবার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে | এতে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজিব আলম | জেলা প্রশাসক ফৌজিয়া খান অনুষ্ঠিত টুর্নামেন্ট এর উদ্বোধন করেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন | এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ( বি পি এম – সেবা ) , পিটিআই এর সুপারিনটেনডেন্ট ( ভারপ্রাপ্ত ) মোহাম্মদ ফজলুর রহমান ভূঁইয়া , সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম সহ বিভিন্ন উপজেলার উপজেলা শিক্ষা অফিসার এবং করিমগঞ্জ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ ফকির ও আবুল বাশার মৃধাসহ বিভিন্ন সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন | এছাড়া অনুষ্ঠানে ১৩ টি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং বিভিন্ন শিক্ষার্থী , অভিভাবক সহ ক্রীড়া মোদি উপস্থিত ছিলেন | প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কটিয়াদী উপজেলার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করে অপরদিকে কিশোরগঞ্জ সদর উপজেলার শেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলিয়ারচর উপজেলার মধ্য নলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ৬ -১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করে |টুর্নামেন্টে ম্যাচ কমিশনার ছিলেন শফিকুল ইসলাম সুরুজ |