হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার(০২ ফেব্রয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ এর উপজেলা সমন্বয় কমিটির আহ্বায়ক ও ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গণি জানান, ভোটার তালিকা নির্ভুলভাবে সম্পন্ন করতে ভোটারদের জন্মনিবন্ধন ও সার্টিফিকেট এর সাথে নামের মিল রেখে করতে হবে। এছাড়াও বাংলাদেশের বৈধ নাগরিক ছাড়া কোন রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা এ কাজে কেহ সহায়তায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে সর্তক করে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মারুফ হোসেন, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ উদ্দিন,সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ আলম, বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।