আতাউর রহমান বাচ্চু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বড়াইল বাজারে শনিবার (২৫ জানুয়ারি) মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়াইল বাজার ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন রাজগাতী ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ তাদের সেবা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমাজের মূল সমস্যা গুলোর মধ্যে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং অন্যতম। সামাজিক সচেতনতা ছাড়া এসব অপরাধ নির্মূল করা যাবে না। তিনি বলেন, পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধি করা হচ্ছেই পুলিশের কাজ। যে কোনো ধরনের অপরাধের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর জন্য ওসি সকলের প্রতি আহবান জানান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, রাজগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোকন উদ্দিন, নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, আব্দুর রাশিদ মাস্টার, আতাউর রহমান বুলবুল, লুৎফুর রহমান মাস্টার, আব্দুল হান্নান, মাওলানা ইসলাম উদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, শফিকুল ইসলাম শফিক, রমজান আলী, ফরিদ মিয়া, মাহাবুব আলম খান, সাফায়েত আহম্মেদ সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.