স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্তদের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার ২৫ শে জানুয়ারি সকাল ১১ টায় কিশোরগঞ্জ সদর উপজেলা বাসুরদিয়া আমলী তলা বন্ধু সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে প্রতি বছরের ন্যায় মাদ্রাসা পড়ুয়া এতিম শিক্ষার্থীদের মধ্যে এসব কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় বন্ধু সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আবু সাঈদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মোঃ শহীদুল্লাহ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ খাইরুল ইসলাম,প্রধান পৃষ্ঠপোষক সোহেল মীর, বিশেষ অতিথি সাজ্জাদ পারভেজ, অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব ডাঃ ইসমাইল হোসেন, মোঃ ইব্রাহিম খলিল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সভাপতি আবু সাঈদ মাহমুদ বক্তব্য বলেন,
বন্ধু সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক সংগঠন, এই সংগঠন শুরু থেকেই এ পর্যন্ত গরিব অসহায় মানুষের জন্য নিজেদের অর্থায়নে সহযোগিতা করে যাচ্ছি। যেহেতু সমাজের একশ্রেনীর মানুষ খুব দুঃখ কষ্টের মাঝে আছে তাই তাদের একটু সাহায্য করি, আমাদের সাহায্য ও সহযোগিতায় তাদের মুখে একটু হাসি ফুটুক এটাই আমাদের লক্ষ্য। এ সময় যাদের সহযোগিতায় উপকরণ ও কম্বল ব্যবস্থা হয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানান ও গরিব অসহায় মানুষদের পাশে থাকার জন্য পরামর্শ দেন তিনি।