আমিনুল ইসলাম রিপন: আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় তাড়াইল বাজার একটি পাট পাটপণ্য ট্রাকের গাড়িতে আগুন ভয়াবহ অবস্থা হয়।
জানাযায় তাড়াইল বাজারে পাটবাহী গাড়িত আগুন লাগলে সাহসী ট্রাক চালক বুদ্ধিমত্তার কারণে বেঁচে যায় তারাইল বাজারেরঅসংখ্য দোকানপাট । চালক আগুন ভর্তি গাড়ি নিয়ে একটা ফাকা জায়গাতে আসে। তাড়াইল উপজেলার ফায়ার সার্ভিস ইউনিটের প্রায় ৩০ মিনিটের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তাড়াইল বাজারের ব্যবসায়ী বুলুপালের ১০ লাখ টাকার পাট পাটপণ্য ছিল এ গাড়িতে।
তবে কিভাবে আগুন লাগলো তা বলা যাচ্ছে না।