স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে নব-যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার এঁর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২১ জানুয়ারি মঙ্গলবার উপজেলা হলরুমে সকাল ১১টায় নব-যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তারের সভাপতিত্বে: মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব শেষে উপজেলা সার্বিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মো. হান্নান মাহমুদ, সাধারণ সম্পাদক শামছ তাবরীজ রায়হান, দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজী, নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আহসান মাহমুদ কাদের,ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক আর জে মিন্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জামান বাবুল,
সাংবাদিক সমিতির সভাপতি এবি ছিদ্দিক খসরু, সাংবাদিক হুমায়ূন কবির ভুঁইয়া, সাংবাদিক শাহজাহান ফকির প্রমুখ।
সাংবাদিকবৃন্দ বলেন অবৈধ বালু উত্তোলন, উচ্ছেদ অভিযান, শিক্ষা স্বাস্থ্য কৃষি,মাদক জুয়া,সহ সকল বিষয় গুরুত্ব সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। নান্দাইল উপজেলাকে একটি পরিচ্ছন্ন সুন্দর ও মডেল উপজেলা গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.