নিজস্ব সংবাদদাতা:
অষ্টগ্রাম উপজেলার জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উদ্যোগে জিসাস নেতা মোঃ শাহাবুদ্দিনের মুক্তির দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে ।
সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। রবিবার বিকাল ৪.৩০ মিনিটে বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা জিসাসের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম মোশাররফ উদ্দিন হালিম, কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস আলী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মীর তাপস, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুয়েল মিয়া, জিসাসের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, মত্সজীবী দলের আহবায়ক মাহফুজ আলম খান দানা, সদস্য সচিব তানজীম আহমেদ তান্না, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাফসির প্রমুখ। বক্তারা শাহাবুদ্দিনের মুক্তি দাবী করে শাহাবুদ্দীন উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের আইনের আওতায় আনার আহবান জানান। বিক্ষোভ সমাবেশ শেষে বড় বাজার কাচারি মসজিদে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও তোবারক বিতর করেন।