শিবলী সাদিক খানঃ
ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোস্তফা সরকার নিশাত জামালপুর সদর উপজেলার মৃত আয়নাল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মোস্তফা সরকার নিশাত নগরীর কলেজ রোড এলাকায় আত্মগোপন করেছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ ও তাঁর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ১৭/০১/২০২৫ খ্রীঃ ডিএমপি ডিবি ঢাকায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.