নিজস্ব সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে পূর্ব শত্রুতার বিরোধে আচমিতা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী খুরশিদ উদ্দীনের ছেলে
আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হাসান কামাল (৫০) কে কুপিয়ে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আহত ব্যাক্তি ও তার পরিবার।
গতকাল শনিবার (১৮ জানুয়ারী) দুপুর ১২ টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে পূর্ব শত্রুতার বিরোধে সাবেক মেম্বার মাহমুদুল হাসান কামালকে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বসতবাড়ির দক্ষিন পার্শ্বে নিজস্ব জমিতে পুকুর খনন করিয়া বিভিন্ন প্রজাতীর মাছ চাষ করিয়া দীর্ঘদিন যাবত ফিসারী ব্যবসা করিয়া আসিতেছি। অভিযুক্তরা আমার নিকট বিভিন্ন সময়ে মোটা অংকের চাঁদা দাবি করিয়া আসিতেছে। আমি অভিযুক্তদের চাঁদার টাকা না দেওয়ার রাস্তা ঘাটে আমাকে একা পাইয়া আমাকে বিভিন্ন সময়ে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে। আমি নিরীহ প্রকৃতির বিধায় তাদের কার্যকলাপের প্রতিবাদ করতে সাহস পাইনা। গত ১৪/০১/২০২৫ইং তারিখ সকাল অনুমান ৮ টা ৩০ ঘটিকার সময় প্রয়োজনীয় কাজে আমি মশুয়া বাজারে জনৈক তাজুল ইসলামের দোকানের সামনে গেলে অভিযুক্তরা আমার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে আমাকে ফিসারী ব্যবসা করিতে দিবে না বলে হুমকি দেয়। আমি তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অনিহা প্রকাশ করিলে
মোঃ আঃ হান্নান মিয়া (৪৫), পিতামৃত- আঃ রহমান, সাং- অগ্রেরকোণা।
২। মোঃ তাজুল ইসলাম (৩৮), পিতামৃত- আঃ রহিম, সাং- মশুয়া ৩। ছিদ্দিক মিয়া (৩৬), পিতামৃত- রাজ মান্নান, সাং- অগ্রেরকোণা। ৪। মোবারক হোসেন (৩২), পিতা- সঞ্জু মিয়া, সাং-উত্তর অষ্টগরিয়া
৫। সোলেমান (৩৩), পিতামৃত- আঃ রশিদ, সাং- উত্তর অষ্টগরিয়া ৬। কামরুজ্জামান রুবেল (৩৬), পিতামৃত- দুলাল মিয়া, সাং- পশ্চিম অষ্টগরিয়া সর্বথানা- কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ আমাকে ঘেরাও করিয়া এলোপাথারী মারপিট শুরু করে।
তাদের মারপিটের কারনে আমি মাটিতে পরিয়া গেলে অভিযুক্ত মোঃ আঃ হান্নান মিয়ার হুকুমে অভিযুক্ত মোঃ ছিদ্দিক মিয়া তার হাতে থাকা ধাড়ালো রামদা দিয়া আমাকে খুন করার উদ্দেশ্যে কুপ মারিলে আমি সরিয়া পরায় উক্ত কুপ আমার ডান পায়ের উরুতে লাগিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম হই। ঐ সময় আমার কোমড়ের লুঙ্গির কুচে থাকা ব্যবসায়িক নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা মাটিতে পরিয়া গেলে অভিযুক্ত মোঃ আঃ হান্নান মিয়া নিয়া যায়। সকল অভিযুক্তরা আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি মারতে থাকে।
উপরোক্ত অভিযুক্তরা খুবই খারাপ, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দাঙ্গা প্রকৃতির লোক। আমার ডাক চিৎকারে আমার স্ত্রী ও স্বাক্ষীরা আগাইয়া আসিলে অভিযুক্তরা আমাকে এ বিষয়ে বারাবারি না করার হুমকি দিয়ে চলে যায়।এরপর স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসা সম্ভব না হওয়ায় আমাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জে প্রেরণ করেন।
এ ব্যাপারে আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকিয়া আমার স্ত্রী কর্তৃক কটিয়াদী থানায় লিখিত অভিযোগ পাঠালে আসামী পরিবর্তন করে অভিযোগ নিয়ে আসতে বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এমতাবস্থায় ন্যায় বিচার ও আইনী প্রতিকার আপনাদের লিখুনীর মাধ্যমে দাবী করছি। সেই সাথে যারা আমাকে হত্যার চেষ্টা করলো তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে আচমিতা ইউনিয়ন বিএনপির বর্তমান সভপতি অভিযুক্ত আঃ হান্নান মিয়া বলেন, এ ঘটনার সাথে বিন্দুমাত্র আমার কোন সন্পর্ক নেই। তাছাড়াও এ ঘটনাটি অন্য ইউনিয়নে ঘটেছে। তিনি শুধু মাত্র পদ হারিয়ে রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাকে জড়িয়ে আমার সুনাম ক্ষুন্নের চেষ্টা করছেন। সর্বোপরি আপনারা সরজমিন পরিদর্শন আর অনুসন্ধানে আসেন তাহলেই সব কিছু জানতে পারবেন আমি কি দোষী নাকি নির্দোষ!!
কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, আহত কামালের সহধর্মিণী এসেছিলেন, লিখিত অভিযোগ দিতে বলেছিলাম। তিনি তো লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.