মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে তারুণ্যের ভাবনা আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ এ বিষয়ে উপস্থিত বক্তব্য অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তব্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যারয়ের শিক্ষার্থী জান্নাতুল আফরিন শিকদার। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভূঞা সবুজ, ছাত্র আন্দোলনের নেতা ফারদিন খাঁন রাব্বি প্রমূখ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কটিয়াদীর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মাসুম পাঠন, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম বাবলু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল হক দুলাল প্রমুখ।