স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জে তাড়াইলে ১৬ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সময় সকাল ১১ টায় হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় ।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল হক সহ সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
এতে লক্ষ্য করা গেছে, উৎসবমুখর পরিবেশে সকল নবীনদের ও কৃতি শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
আগামী দিনে নবীন শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার সংবর্ধন অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।