স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল :
“নিয়মিত স্কাউট করি
উন্নত জীবন গড়ি”
এই প্রতিপাদ্য ধারণ করে কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায় ১৬ জানুয়ারি,রোজ বৃহস্পতিবার সময় সকাল ১০ ঘটিকায়,, বাংলাদেশ স্কাউট তাড়াইল উপজেলা এডহক কমিটির আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম, গোলাম কিবরিয়া সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ স্কাউটস ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খান ও বাংলাদেশ স্কাউট, কিশোরগঞ্জ জেলা উপ-পরিচালক গাজী খালেদ মাহমুদ,
এছাড়াও, তাড়াইল উপজেলার প্রাথমিক,উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্বাউটস ইউনিটের সভাপতি ও ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিলে উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকীকে সভাপতি পদে নির্বাচিত করে নবগঠিত নির্বাহী কমিটি গঠন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খানকে কমিশনার পদে নিযুক্ত করা হয় এবং দিগদাইড় ইউনিয়ন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠিত সভায় বক্তব্যে নির্বাহী অফিসার আবুবকর সিদ্দিকী বলেন – এটি একটি অরাজনৈতিক সংগঠন, সেই ক্ষেত্রে আপনাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে নিয়মিত স্কাউটের কার্যক্রম চলমান রাখবেন এবং শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা শিক্ষাদানে একটি উন্নতি জাতির হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাবেন, তবেই বাংলাদেশ স্কাউট তাড়াইল উপজেলা সফলতা আসবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম গোলাম কিবরিয়া সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউট তাড়াইল উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন নবগঠিত নির্বাহী কমিটির গঠনের মধ্যে দিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।