আমিনুল ইসলাম রিপন :
কিশোরগঞ্জের তাড়াইলে তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উৎসবমুখর পরিবেশে শিল্প ও সংস্কৃতি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে লক্ষ্য করা গেছে, তারুণ্যের উৎসব ২০২৫ কে ঘিরে ১৫ জানুয়ারি রোজ বুধবার সময় সকাল ১০ টায় তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি, শিক্ষা অনুরাগী শাহ ওয়ালীউল্লাহ যোবায়ের, শিল্প ও সংস্কৃতি মেলা উদ্বোধন করেন।
উক্ত মেলায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া সহ প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও আরও লক্ষ্য করা গেছে,উক্ত মেলায় পাঁচটি ষ্টোল স্থাপন করা হয়। এতে শিক্ষার্থীরা হরেক রকমের পিঠা, নকশি কাঁথা, হাতের তৈরি কারুকার্য উক্ত মেলায় পরিবেশন করেন। শিল্প ও সংস্কৃতি মেলা আনন্দ উপভোগ করতে, মেলায় ভীড় জমায় কোমলমতি শিশুসহ শিক্ষার্থীরা। সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম পরিসমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.