আফসার উদ্দিন, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে ১১ জানুয়ারি, শনিবার উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে আলোকিত সমাজ গঠনে পাঠাগারে ভূমিকা" শীর্ষ আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বিল্লাল হোসেন ।
প্রদান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর সহকারী পরিচালক মো. আজিজুল হক সুমন।
এতে বিশেষ অতিথি হিসেবে যারা বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, সহ-সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াউল হক বাতেন, কবি ও ছড়াকার গোলাপ আমিন, এম এ মান্নান মানিক কলেজের প্রভাষক মো. শরীফুল ইসলাম শরীফ,হাজী জাফর আলী কলেজ এর প্রভাষক তরিকুল হাসান শাহীন, কবি রফিকুল ইসলাম খোকন, সাংবাদিক এম এ মান্নান ও সাংবাদিক আবু হানিফ প্রমুখ। অনুষ্ঠানে যারা স্বরচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশ করেন কবি কবির সুমন, কবি বোরহান উদ্দিন, কবি আলিমুর রাজী (রাজীব), কবি ও গীতিকার মোখলেছুর রহমান আকন্দ, কবি আল আজাদ, কবি আফরোজা মন্ডল, কবি আব্দুর রহমান রফিক, শিল্পী হামিদ, ওয়াজেদ নবী, কবি রবিন সরকার সহ আরো আনেকেই।
অনুষ্ঠান শেষে হাজী আব্দুল খালেক স্মৃতি পাঠাগার এর উদ্যোগে পাকুন্দিয়া
উপজেলা বেসরকারি দশটি পাঠাগার কে বিনামূল্যে বই উপহার প্রদান করেন উপস্থিতি অতিথি বৃন্দ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার সকল পাঠাগার এর সদস্য বৃন্দ, কবি সাহিত্যিক ও সাংবাদিক বৃন্দ সহ সুশীল সমাজের ব্যক্তিগন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাকুন্দিয়া উপজেলা গণগ্রন্থগার সমিতির সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আফসার আশরাফী।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.